Monday, October 5, 2009

নতুন সাজে বন্ধুআড্ডা

 নতুনভাবে সাজানো হয়েছে বন্ধুত্বের ওয়াপসাইট বন্ধুআড্ডা। এতে মোবাইলের জন্য বিভিন্ন কনটেন্ট ডাউনলোড, চ্যাটিং, ফোরাম, নিজস্ব ব্লগ তৈরি ইত্যাদি সুবিধা পাওয়া যাবে। সাইটটির ঠিকানা: http://bondhuadda.com

ইন্টারনেট এক্সপ্লোরার-৮-এর প্রয়োজনীয় কিছু শর্টকাট

আইকনে মাউস ক্লিক না করে কিবোর্ডের বাটন চেপে ইন্টারনেট এক্সপ্লোরার-৮-এর মাধ্যমে প্রয়োজনীয় কাজ করা যায়। এর জন্য নিম্নলিখিত শর্টকাট অবলম্বন করতে হয়। যেমন, Address Bar-এ যাওয়ার জন্য Alt+D দিতে হবে। সেখানে থেকে যদি সম্প্র্রতি ব্রাউজ করা কোনো ফাইল দেখার প্রয়োজন হয়, তাহলে Down Arrow চেপে প্রয়োজনীয় ফাইল খুঁজে Enter দিতে হবে। Search বক্সে যাওয়ার জন্য Ctrl+E চাপতে হবে। লেখা বড় করে দেখার জন্য Ctrl+; ছোট করে দেখার জন্য Ctrl- এবং পূর্বের অবস্থায় অর্থাত্ ১০০%-এ ফেরত আসার জন্য Ctrl+0 (শূন্য) চাপতে হবে। ব্রাউজ করা ওয়েবসাইট এক্সপ্লোরার থেকে মুছে ফেলার জন্য Ctrl+Shift+Delete; এবং ইন্টারনেট এক্সপ্লোরার থেকে বের হওয়ার জন্য Alt+F4 চাপতে হবে।
সুত্র ওয়েবসাইট...

Sunday, October 4, 2009

যন্ত্রের আকারে আসছে সিক্সথ সেন্স


স্পর্শ ও অঙ্গভঙ্গি পরিচালিত যন্ত্র ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। মোবাইল ফোনের আকার হচ্ছে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর। যেকোনো সময় যেকোনো স্থানে দ্রুত স্থাপিত হচ্ছে যোগাযোগ। কমপিউটারের ক্ষুদ্র আকারের কারণে সেটি এখন পকেটে নিয়ে ঘোরা সম্ভব হচ্ছে। বাহ্যিক বিশ্ব এবং ডিজিটাল যন্ত্রের মধ্যে গড়ে উঠছে চমৎকার মিথস্ক্রিয়া। এসব কিছুতে উৎসাহিত হয়ে আধুনিক যন্ত্র উদ্ভাবনায় এগিয়ে এসেছেন ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির মিডিয়া ল্যাবের পিএইচডির ছাত্র ভারতীয় গবেষক প্রণব মিস্ত্রি। ইতোমধ্যেই তিনি দেহভিত্তিক এমন যন্ত্র উদ্ভাবন করেছেন, যা চাঞ্চল্য ফেলে দিয়েছে।



আমরা কখনো কোথাও ফোন কল করতে চাইলে হ্যান্ডসেট নিয়ে ডায়াল করে থাকি। প্রণব তার ব্যতিক্রম। এমন প্রয়োজনে তিনি কেবল তার বাম হাতটি বুকের সামনে মেলে ধরেন এবং হাতের আঙ্গুলে থাকা কীপ্যাডে চেপে কল করেন। ডান হাতের তর্জনিতে থাকে একটি লাল টুপি। তার পকেটে থাকে এয়ারফোন ও মাইকযুক্ত সেলফোন। গুজরাটের ছোট শহর পালানপুরের প্রণব এর আগে কাজ করেছেন মাইক্রোসফট ইন্ডিয়ায় ইউজার এক্সপেরিয়েন্স (ইউএক্স) গবেষক হিসেবে। এখন তিনি নিজেকে একজন ডিজাইনার হিসেবে পরিচয় দিতে পছন্দ

জেনে নিন বর্তমান Carrency Rate(Tk)

Tuesday, September 29, 2009

Find Bengali Love Partner in Bangladesh..........................



অনেক সুন্দর সুন্দর ছেলে এবং মেয়ে অপেক্ষা করছে আপনারই জন্য !!!

Songs and All Kinds of Software find this site.

এই লিংক এ ক্লিক করলে যে কোন software এবং যে কোন ধরনের  Songs  ফ্রি ডাউনলোড করা যাবে। 
Click this link and get free soft. & songs.

জেনে নিন কিভাবে www কে Online এ প্রকাশ প্রকাশ করা হয়...

১৯৯৩ সালে মার্চ মাসে NSF  এ www এর Traffic (Point 80:HTTP)  এর পরিমান   ছিল ০.১%, তাই অল্প পরিসরে www কে অনলাইনে প্রকাশ করা হয়।

Tuesday, April 21, 2009

অনলাইনে আয় নিয়ে ওয়েবসাইট

আর্ন ডলার বিডি নামের একটি ওয়েবসাইটে ইন্টারনেটের মাধ্যমে আয় করার বিভিন্ন কৌশল প্রকাশিত হয়েছে। এতে অনলাইনে আয় করার বিভিন্ন উপায়, সংশ্লিষ্ট ওয়েবসাইটের ঠিকানা ইত্যাদি পাওয়া যাবে।
সাইটটির ঠিকানা: www.shahid-bd.blogspot.com